লাউয়াছড়ায় ট্রেন দুর্ঘটনার চেষ্টা: রেললাইনে স্লিপার ফেলে পালাল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৭: ৪৯
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ৫৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি যখন লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮ নম্বর পিলারের পাশ দিয়ে যাচ্ছিল, তখন রেললাইনের উপর একটি স্লিপার পড়ে থাকতে দেখে কর্তব্যরত রেলকর্মীরা। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে রেললাইনের উপর থেকে স্লিপারটি সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদি সময়মতো এটি চোখে না পড়ত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ দেশ বলেন, দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ে কর্তৃপক্ষও তদন্ত করছে। অল্প সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

শ্রীমঙ্গল জিআরপি থানার অফিসার ইনচার্জ খাইরুজ্জামান তালুকদার বলেন, আমরা দেখতেছি, অনুসন্ধান করতেছি। কি হইছে না হইছে। খতিয়ে দেখতেছি আর কি। মামলা হয় নাই।

ওসি জানান, আমরাতো জিজ্ঞাসাবাদ করলাম আশপাশে খুব একটা নাই। এমন একটা ক্ষতি হয় নাই। কে করেছে না করছে এটি বের করার জন্য ওসি কমলগঞ্জ ও আমরা জিআরপি থানা দেখতেছি কারা ঘটনাটি করেছে। আর ওই স্লিপারটা দুইটা রেললাইনের মাঝখানে রাখছিল তো ওটায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত