বিকাশের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, পুলিশ বলছে সাজানো

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১৪: ১০

দিনদুপুরে এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ লুণ্ঠিত টাকা উদ্ধারসহ দুজনকে আটক করেছে। পুলিশ বলছে, বিকাশকর্মীরা নিজেরাই টাকা আত্মসাতের জন্য এ ঘটনা সাজিয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, বুধবার (৪ জুন) বিকাল ৩টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রাম থেকে বিকাশকর্মী খলিলুর রহমান আকতার (২৮) বিকাশ এজেন্ট থেকে নগদ প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে ওঠার সঙ্গে সঙ্গে অন্য মোটরসাইকেলযোগে অজ্ঞাত দুজন লোক এসে তাকে ঝাপটে ধরে। পরে এদের একজন তার ডান হাতে ও ডান পায়ে ৪টি স্টেপিং করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়নি। সব টাকা উদ্ধার হয়েছে। বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আসলে এটি ছিনতাইয়ের ঘটনা না। টাকা আত্মসাতের জন্য নিজেরা এ ঘটনা সাজিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত