জামালগঞ্জে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৪: ০২

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্টদের পুনর্বাসন ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ গেইটের সামনে ফ্যাসিবাদ বিরোধী সচেতন নাগরিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুকনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাজাহান, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার, বাংলাদেশ খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী রশীদ আহমদ, ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ কামাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ মো. লিয়াকত, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী, তোফায়েল আহমদ ও আবু সুফিয়ান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালগঞ্জে স্বেচ্ছাচারিতা ও ফ্যাসিবাদি আচরণ করছেন ইউএনও মুশফিকীন নূর। টেন্ডার ছাড়া সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের লোক দিয়ে কাজ করছেন । তারা স্বৈরাচার মদদের অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট লালন করে ফ্যাসিবাদের উত্থানে মদদ দিচ্ছেন ইউএনও। যারা ফ্যাসিস্ট বিদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছে আপনি তাদের এড়িয়ে চলেন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্টের বিদায় হয়েছে।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর সারা বাংলাদেশের পরিবর্তন হয়েছে কিন্তু জামালগঞ্জের পরিবর্তন হয়নি। ফ্যাসিস্টের অপসারণে প্রয়োজনে ইউএনও অফিস ঘেরাও করা হবে। অপসারণ না হলে ছাত্র জনতা নিয়ে আপনাকে টেনে হেচরে বিদায় করব। জামালগঞ্জবাসী কোনো ফ্যাসিস্ট মেনে নিতে পারে না, মেনে নিবেও না। যদি অনতিবিলম্বে ফ্যাসিস্ট ইউএনওকে প্রত্যাহার করা না হয় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত