শ্রীমঙ্গলে লাইব্রেরি-উদ্যান দখলমুক্ত করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাবলিক লাইব্রেরিসহ শিশু উদ্যান দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

রোববার দুপুরে উদ্যানের সামনে মানববন্ধন ও সমাবেশে এ আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শ্রীমঙ্গল পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান এ উপজেলার ঐতিহ্য। ২০০৭ সালে পৌরসভার লাইব্রেরি অডিটরিয়াম কাম লাইব্রেরি উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক। একসময় এ লাইব্রেরিতে প্রচুর বই ছিল। ছিলেন পাঠকও। কিন্তু ২০১২ সালে ‘উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ প্রতিষ্ঠার নামে এ লাইব্রেরির ভবন দখলে নিয়ে কলেজের পাঠদান কার্যক্রম চালান সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।

পরবর্তীতে আবার ক্লাসের নাম করে শিশু উদ্যান মাঠে লম্বা একটি টিনশেড ঘর নির্মাণ শ্রেণি কার্যক্রম চালানো হয়। পরে এই জমি থেকে কলেজ সরানো হলেও পাবলিক লাইব্রেরি সংস্কার ও পুনঃপ্রতিষ্ঠা হয়নি। এছাড়া দীর্ঘ ৪০ বছরেও শিশু উদ্যানের কোনো উন্নয়ন হয়নি। এখনও অযত্ন-অবহেলায় ও ভূমিখেকোদের কুনজরে পড়ে আছে এ জমিটি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত হয়নি। এখনও শিশু উদ্যান-লাইব্রেরির একাংশ দখল করে শ্রেণিকার্যক্রম চালাচ্ছে পলহ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল।

ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের প্রতিনিধি নিলয় রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গলের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থী হোসাইন আহমদ আফজল, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হাফিজুর রহমান চৌধুরী তুহিন, গণমাধ্যমকর্মী কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ প্রমুখ।

মানববন্ধন শেষে গেটের পুরোনো নাম শেখ রাসেল শিশু উদ্যান ফলকের ওপর শ্রীমঙ্গল শিশু উদ্যান সাইনবোর্ড ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত