আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপারেশন ডেভিল হান্ট ফেইস টু

জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার ( ১৪ ডিসেম্বর) সকালে মিরসরাই পৌরসদরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মেধাশুন্য করতে ভারতের নির্দেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে বিজয় উদযাপন করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চল শত্রু-মুক্ত হয়। বিজয়ের মাত্র দুইদিন আগে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। কিন্তু একটি চক্র এতবছর প্রকৃত খুনিদের আড়াল করতে অন্যের উপর দায় চাপিয়ে দিত। আমরা অবিলম্বে প্রকৃত খুনিদের সনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সভাপতি ও ৯ নং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. শফিকুল আলম শিকদার, মিরসরাই পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি অধ্যাপক আবু জাফর প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন