নবীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৪: ২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুরে বিবিয়ানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল ইসলাম ইমন (২১) ও নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২০।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিয়ানা পাওয়ার প্লান্টের একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে প্লান্টের ভিতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যায়।

এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ করে রাখেন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত