যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল বলেছেন, আমার পিতা মরহুম সালেহ আহমেদ জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে গেছেন। আজ আমি গর্বিত এই স্বনামধন্য বিদ্যালয়টি সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া চৌধুরীসহ একজন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. আফতাব উদ্দিন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় আমি এবং আমাদের এলাকাবাসী আনন্দিত এবং গর্বিত।
সোমবার দুপুরে জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের সদর উপজেলার জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সেন্টার না থাকার কারণে শিক্ষার্থীরা প্রতি বছর এসএসসি পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় স্বীকার হয়। সময় নষ্ট হয়, অনেক ব্যয় হয়। যা অবহেলিত এ অঞ্চলের মানুষের অভিভাবকের পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব না। আগামীতে এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার সেন্টারসহ প্রতিষ্ঠানে একটি খেলার মাঠ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হকের সভাপতিত্বে ও আবুতালিব আল মুরাদ ও রইছুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক অধীর চন্দ্র দাস, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান মিয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

