ধর্মপাশায় জাল সনদ তৈরি, দুই যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০০

সুনামগঞ্জের ধর্মপাশায় এসএসসি পাসের জাল সনদ তৈরির অভিযোগে দু'যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উকিলপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম রাব্বী (২০) ও মহিষের বাতান গ্রামের আব্দুল হান্নানের ছেলে স্বপন মিয়া (২০)।

প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে স্বপন মিয়া জন্মনিবন্ধন ও এনআইডি কার্ডের বয়স সংশোধনের প্রয়োজন হয়। তাই সে জন্মনিবন্ধন ও এনআইডি কার্ড সংশোধনের জন্য উপজেলা সদরের কোর্ট গেইটের সামনে অবস্থিত মহসিন টেলিকম এন্ড ফটোস্ট্যাট ডিজিটাল স্টুডিওতে গিয়ে ওই দোকানের কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম রাব্বীর মাধ্যমে এসএসসির পাসের একটি জাল সনদ তৈরি করে। পরে এ সনদ দিয়ে স্বপন তার জন্মনিবন্ধনের বয়স সংশোধন করার জন্য আবেদন করে। পরে এ আবেদনের নথিপত্র গত মঙ্গলবার বিকেলে ইউএনওর কাছে যায়। এ সময় জাল সনদের ব্যাপারটি ইউএনওর কাছে ধরা পড়ে। পরে রাব্বীর ব্যবহৃত ল্যাপটপ ও পেনড্রাইভ থেকে এনআইডি, টিকার কার্ড, জন্মনিবন্ধন, ডাক্তারের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র সহ আরও অনেক কিছুর ফরমেট পান ইউএনও। পরে রাব্বী ও স্বপনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয় এবং দোকানটি সীলগালা করে দেওয়া হয়।

বিষয়টি ইউএনওর নজরে আসলে তাদের দণ্ড দেয়া হয়। এ সময় দোকান সিলগালা করা হয় এবং ল্যাপটপ-পেনড্রাইভ থেকে বিভিন্ন ভুয়া নথির ফরমেট উদ্ধার করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত