কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৭: ২৭
আপডেট : ০২ জুন ২০২৫, ১৮: ১০

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবক প্রদীপের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাতলাপুর সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিএসএফের সদস্যরা বিজিবির নিকট প্রদীপের লাশ হস্তান্তর করেছে। পরে বিজিবি কুলাউড়া থানা পুলিশের নিকট লাশ হস্তান্তর করে। লাশের ময়নাতদন্ত ভারতে হয়েছে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশি প্রদীপ হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এ ব্যাপারে আমরা পতাকা বৈঠকের প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য, শনিবার (৩১ মে) উপজেলার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নিহত হন। প্রদীপ উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত