হবিগঞ্জের মাধবপুরে ডেভিল হান্ট অভিযানে আন্দিউড়া ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি ও ৭নং ওয়াডের ইউপি সদস্য মো. বসু মিয়া (৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হরিশ্যামা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বসু মিয়া ওই গ্রামের আলফু মিয়ার ছেলে ও আন্দিউড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার। থানা সূত্রে জানা যায়, মাধবপুর থানার ওসি মাহাবুব মোর্শেদ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বসু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার বসু মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রজনতার উপর হামলা ও ভাঙচুর মামলার এজাহারনামীয় আসামি। বসু মিয়াকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

