সিলেটের সঙ্গে বৈষম্য দূর না হলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি আরিফুলের

সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৭: ১১
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৭: ১৮

সিলেটবাসীর সঙ্গে বৈষম্য দূর না হলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার ‘ডেডলক’ কর্মসূচিতে এসে এ হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

আরিফুল হক বলেন, আমি বারবার বলে আসছি, এখন আর চুপ করে থাকা সময় নয়। ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথের দীর্ঘদিনের দুর্ভোগ ও অবহেলা সিলেটবাসীকে জিম্মি করে রেখেছে। আগামী ১৫ দিনের মধ্যে সিলেটের যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংস্কার না হলে এবং সিলেটবাসীর প্রতি বৈষম্য অব্যাহত থাকলে প্রয়োজনে প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করে কঠোর কর্মসূচি নেওয়া হবে। আজকের এক ঘণ্টার এই কর্মসূচি সিলেটবাসীর ঐক্য ও প্রতিবাদের প্রতীক।

এরআগে, নগরীর কোর্ট পয়েন্টে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করেন সিলেটবাসী।আরিফুল হক চৌধুরীর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বিভিন্ন ধর্মীয়, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে নগরীর দোকানপাটের পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ রাখেন পরিবহন শ্রমিকরা।

আরিফুল হক অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরমে পৌঁছেছে। তাই উন্নয়ন চাই—স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।

এদিকে, কর্মসূচি শেষে ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারসহ সিলেটের উন্নয়নে ৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি জেলা প্রশাসক মো. সরওয়ার আলমের কাছে হস্তান্তর করেন আরিফুল হক চৌধুরীসহ নেতৃবৃন্দ।

অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটের যোগাযোগব্যবস্থার দ্রুত প্রতিকারের দাবিতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী আহ্বানে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালন করা হবে। সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে ‘ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে এ কর্মসূচি পালন করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত