হবিগঞ্জের বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৩: ২১
আপডেট : ১৯ জুন ২০২৫, ১৩: ৫৪

হবিগঞ্জের বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম ৯২ কেজি গাঁজাসহ তাকে আটক করে। পরে তাকে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তি চুনারুঘাট আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মর্তুজ আলী।

বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আয়াত আলীর কলাবাগান থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত