দোয়ারাবাজারে এলজিইডির কাজে দুর্নীতর অভিযোগ
উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২২ কোটি টাকা ব্যয়ে চলমান রাস্তার কাজ শেষ হওয়ার আগেই হাতের টানে উঠে যাচ্ছে রাস্তার পিচ ঢালাই। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন থেকে ছাতক উপজেলার বড়কাপন পর্যন্ত আট কিলোমিটার সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কাজের তদারকিতে থাকা এলজিইডি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ছাতক ও দোয়ারাবাজার এই দু’উপজেলার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পর সম্প্রতি সংস্কার কাজ শুরু হয়। দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দোয়ারাবাজার ভায়া পান্ডারগাঁও-শ্রীপুরবাজার থেকে ছাতক উপজেলার বড়কাপন ভায়া কপলা বাজার পর্যন্ত আট কিলোমিটার এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা। কাজে নিয়োজিত মেসার্স সালেহ অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, এলজিইডির যথাযথ তদারকি না থাকায় এবং সংস্কার কাজের শুরুতেই বালু, পাথর, বিটুমিনসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে যাচ্ছে। এছাড়াও রাস্তার ব্লক, গাইডওয়াল নির্মাণেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এতে পিচ ঢালাইয়ের পূর্বেই গার্ডওয়াল এবং ব্লকগুলোতে ফাটল এবং অনেক জায়গায় ভেঙে গেছে।
স্থানীয়রা বলছেন, এলজিইডি অফিসকে রাস্তার সংস্কার কাজের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বার বার অবহিত করা হলেও তারা এসব অভিযোগ আমলে নিচ্ছেন না। দায়সারা ভাবে তদারকি করে চলে যাচ্ছেন।
উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বাসিন্দা শিক্ষক কামাল উদ্দিন বলেন, ‘সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে। চলমান সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’
ব্যবসায়ী মো. আজাদ গনি জানান, ‘ঠিকাদারের লোকজন ময়লা-আর্বজনা পরিষ্কার না করেই কাজ করেছেন। কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে পিচ ঢালাই দেওয়ার কথা। কিন্তু তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই পিচ দিয়েছেন এবং তা এখনো চলমান রয়েছে । নিয়ম অনুযায়ী এক ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও যে সব জায়গার পিচ উঠে গেছে সেখানে এক ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি পিচ ঢালাই দেওয়া হয়েছে।’
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ফয়সল আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং পিচ উঠে গেছে। এগুলো আমরা দ্রুত রিপিয়ারিং করে দেব।’
এলজিইডি অফিসের দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ‘আমরা কাজের যথাযথ তদারকি করছি। নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। যে সব জায়গায় পিচ ঢালাই উঠেগেছে তা পুনরায় রিপিয়ারিং করা হবে।’
এমএস
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২২ কোটি টাকা ব্যয়ে চলমান রাস্তার কাজ শেষ হওয়ার আগেই হাতের টানে উঠে যাচ্ছে রাস্তার পিচ ঢালাই। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন থেকে ছাতক উপজেলার বড়কাপন পর্যন্ত আট কিলোমিটার সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কাজের তদারকিতে থাকা এলজিইডি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ছাতক ও দোয়ারাবাজার এই দু’উপজেলার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পর সম্প্রতি সংস্কার কাজ শুরু হয়। দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দোয়ারাবাজার ভায়া পান্ডারগাঁও-শ্রীপুরবাজার থেকে ছাতক উপজেলার বড়কাপন ভায়া কপলা বাজার পর্যন্ত আট কিলোমিটার এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা। কাজে নিয়োজিত মেসার্স সালেহ অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, এলজিইডির যথাযথ তদারকি না থাকায় এবং সংস্কার কাজের শুরুতেই বালু, পাথর, বিটুমিনসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে যাচ্ছে। এছাড়াও রাস্তার ব্লক, গাইডওয়াল নির্মাণেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এতে পিচ ঢালাইয়ের পূর্বেই গার্ডওয়াল এবং ব্লকগুলোতে ফাটল এবং অনেক জায়গায় ভেঙে গেছে।
স্থানীয়রা বলছেন, এলজিইডি অফিসকে রাস্তার সংস্কার কাজের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বার বার অবহিত করা হলেও তারা এসব অভিযোগ আমলে নিচ্ছেন না। দায়সারা ভাবে তদারকি করে চলে যাচ্ছেন।
উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বাসিন্দা শিক্ষক কামাল উদ্দিন বলেন, ‘সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে। চলমান সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’
ব্যবসায়ী মো. আজাদ গনি জানান, ‘ঠিকাদারের লোকজন ময়লা-আর্বজনা পরিষ্কার না করেই কাজ করেছেন। কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে পিচ ঢালাই দেওয়ার কথা। কিন্তু তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই পিচ দিয়েছেন এবং তা এখনো চলমান রয়েছে । নিয়ম অনুযায়ী এক ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও যে সব জায়গার পিচ উঠে গেছে সেখানে এক ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি পিচ ঢালাই দেওয়া হয়েছে।’
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ফয়সল আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং পিচ উঠে গেছে। এগুলো আমরা দ্রুত রিপিয়ারিং করে দেব।’
এলজিইডি অফিসের দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ‘আমরা কাজের যথাযথ তদারকি করছি। নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। যে সব জায়গায় পিচ ঢালাই উঠেগেছে তা পুনরায় রিপিয়ারিং করা হবে।’
এমএস
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ পাহারা ভেঙে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশ নামের আরেক যুবককেও আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
৪ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে এসে চলন্ত অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
৫ মিনিট আগেকক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে