সাংবাদিক কল্যাণে আইন আছে, বাস্তবায়ন নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৩

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘সাংবাদিক কল্যাণে আইন আছে, কিন্তু সে আইন বাস্তবায়নের লোক নেই। সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।’

বিজ্ঞাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হাউজে হাউজে সমস্যা, সম্পাদক পরিষদ ও সাংবাদিক ইউনিয়নের মধ্যে বিভক্তি রয়েছে। এসব কারণে অনেক কিছুই বাস্তবায়ন হয় না। সাংবাদিকতার মতো মহান পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে থেকে কেবল সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে।’

বিচারপতি আব্দুল হাকিম আরো বলেন, ‘সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করতে হবে।’

‘অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে সিলেটের ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

এছাড়া প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত