সিলেট ব্যুরো
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘সাংবাদিক কল্যাণে আইন আছে, কিন্তু সে আইন বাস্তবায়নের লোক নেই। সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।’
বুধবার (১০ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘হাউজে হাউজে সমস্যা, সম্পাদক পরিষদ ও সাংবাদিক ইউনিয়নের মধ্যে বিভক্তি রয়েছে। এসব কারণে অনেক কিছুই বাস্তবায়ন হয় না। সাংবাদিকতার মতো মহান পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে থেকে কেবল সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে।’
বিচারপতি আব্দুল হাকিম আরো বলেন, ‘সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করতে হবে।’
‘অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে সিলেটের ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
এছাড়া প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘সাংবাদিক কল্যাণে আইন আছে, কিন্তু সে আইন বাস্তবায়নের লোক নেই। সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।’
বুধবার (১০ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘হাউজে হাউজে সমস্যা, সম্পাদক পরিষদ ও সাংবাদিক ইউনিয়নের মধ্যে বিভক্তি রয়েছে। এসব কারণে অনেক কিছুই বাস্তবায়ন হয় না। সাংবাদিকতার মতো মহান পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে থেকে কেবল সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে।’
বিচারপতি আব্দুল হাকিম আরো বলেন, ‘সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করতে হবে।’
‘অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে সিলেটের ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
এছাড়া প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৮ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩৪ মিনিট আগে