প্রবাসীর গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৭: ১৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে যুক্তরাজ্য প্রবাসীর ৩৫০টি আকাশমনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতির দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

গত মঙ্গলবার রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার ওই প্রবাসীর চাচা জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ করেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীরামসি গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আংগুর বকস ও তার ভাই যুক্তরাজ্য প্রবাসী এওর বকস বিগত এক বছর আগে তাদের নিজস্ব মালিকানাধীন আড়াই কেদার ভূমিতে পাঁচ লাখ টাকা ব্যয়ে করে মাটি ভরাট করেন এবং বিভিন্ন জাতের ৮০০ গাছের চারা রোপণ করেন।

এরমধ্যে রাতের আঁধারে ৩৫০টি আকাশমনি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই প্রবাসীদের চাচা আনছার আলী বলেন, যুক্তরাজ্য প্রবাসী আংগুর বকস ও এওর বকস সামাজিক ও প্রকৃতি প্রেমি লোক। সখের বসে তারা বিশাল এ গাছের বাগান করেন। মঙ্গলবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের সমস্ত আকাশি (আকাশমনি) গাছ কেটে ফেলে।

সকালে গিয়ে দেখি গাছগুলো গোড়া থেকে কাটা। অনেক গাছ আবার ভেঙে দিয়েছে। কমপক্ষে ৩৫০ গাছ কেটে ফেলেছে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, কে বা কারা এই নৃশংস ঘটনা করেছে তা জানি না। থানায় অভিযোগ করেছি; সুষ্ঠু তদন্ত করে, যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই জঘন্য। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত