সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল্লাহ আল-মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল-মামুনকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার দাখিল করা আবেদন সুক্ষভাবে পর্যালোচনা করে এবং ভবিষ্যতে দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন। এমন প্রত্যাশায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে তিনি আবারো দলের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এই সংক্রান্ত চিঠির অনুলিপি সিলেট বিভাগের সাংগঠনিক টিম ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ১ নং সদস্যের (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) কাছে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আব্দুল্লাহ আল-মামুন বলেন, দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে দলের নীতি-আদর্শ মতো কাজ করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

