সিলেট ব্যুরো
সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে অবৈধভাবে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার সকালে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এছাড়াও, লুটকারীরা রাতের আঁধারে মহালদি গ্রামের বিভিন্ন বাড়ি এবং রাস্তার পাশে পাথর মজুত করে রেখেছিল। খবর পেয়ে প্রশাসন সেখানেও অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, “এখন পর্যন্ত আমরা প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।”
ইউএনও আরও বলেন, “এই লুটপাটের সঙ্গে যেসব বাড়ির মালিক এবং ব্যক্তিরা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলে দেওয়া হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে অবৈধভাবে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার সকালে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এছাড়াও, লুটকারীরা রাতের আঁধারে মহালদি গ্রামের বিভিন্ন বাড়ি এবং রাস্তার পাশে পাথর মজুত করে রেখেছিল। খবর পেয়ে প্রশাসন সেখানেও অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, “এখন পর্যন্ত আমরা প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।”
ইউএনও আরও বলেন, “এই লুটপাটের সঙ্গে যেসব বাড়ির মালিক এবং ব্যক্তিরা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলে দেওয়া হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
২০ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগে