বাহুবলে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৪

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২: ২৬
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪: ২৭

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবা এলাকায় একটি কারখানায় গ্যাসলাইন বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে দুই ও হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জন মারা যান।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, সকালে ওই কারখানার ভেতরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের সংযোগ লাইনের ত্রুটি মেরামত করতে যান ঢাকার গাজীপুর থেকে আসা কয়েকজন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান। এ সময় হঠাৎ গ্যাস লিক হয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চাঁদপুর জেলার মিজান গাজী (৩৫) ও একই এলাকার মাহফুজ (৩০) নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জন মারা যান। তাদের মধ্যে একজন ভোলা জেলার রিয়াজ উদ্দিন (২৮)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত