আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুলাউড়ায় পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

কুলাউড়ায় পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে কুলাউড়া-বড়লেখা মহাসড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ (২০), একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্ল্যা জানান, দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন