সিলেট ব্যুরো
সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিলেট নগরীর মীরের ময়দানস্থ এসএমপির পুলিশ লাইন্সে ইফতার মাহফিলে সেনাবাহিনী, বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিচারপতি, বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ইসকন, আখড়ার পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্য, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের পুলিশ সুপারসহ কর্মকর্তারা এতে অংশ নেন।
পুলিশের এই ইফতার আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলের শুরুতে বক্তব্য রাখেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান, এসএমপি পুলিশ কমিশনার মো: রেজাউল করিম (পিপিএম-সেবা)।
মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান মহান স্বাধীনতার শহীদ ও ২৪ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, স্বাধীনতার পর সেনাবাহিনী ও সাধারণ জনগণের অংশগ্রহণে অনেক বাঁধাবিপত্তি পেরিয়ে আমরা স্বাধীনতার পথ খোঁজে পেয়েছি। তরুণ প্রজন্মের নেতৃত্বে দল-মত নির্বিশেষে সকলের স্বতফূর্ত ঐক্যবদ্ধ অংশ গ্রহণে আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে আমরা আমাদের হৃদ্ধ স্বাধীনতা পূণরুদ্ধার করেছি। অকুতোভয় ছাত্র জনতার সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে সম্মেলিত প্রয়াসে আমরা আজ নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে উপনিত হয়েছি। এখন আমরা সুখী সমৃদ্ধ ও সত্যিকারের বৈষম্য মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখতে পাচ্ছি।
সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান ইফতার মাহফিলকে মিলনমেলা উল্লেখ্য করে বলেন, এখানে সেনাবাহিনী, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় সংগঠনের ও পেশাজীবীদের অংশগ্রহণে আমাদের কাজকে আরো বেগবান করবে এবং আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবো।
পুলিশ কমিশনার মো: রেজাউল করিম বলেন, রমজানের শেষ প্রান্তে এবং পবিত্র শবে কদর রাতের আগ মূহুর্তে আমাদের এই ইফতার মাহফিলটি মিলনমেলা পরিণত হয়েছে। এটা আমাদের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে পারি তা হলে আমাদের দেশ এগিয়ে যাবে।
ইফতার মাহফিলে অন্যন্যের মধ্যে অংশ নেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবু মুরাদ, সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন-নূর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন, কবির আহমদ, কবির আহমদ সোহেল, সালমান ফরিদ প্রমূখ।
সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিলেট নগরীর মীরের ময়দানস্থ এসএমপির পুলিশ লাইন্সে ইফতার মাহফিলে সেনাবাহিনী, বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিচারপতি, বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ইসকন, আখড়ার পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্য, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের পুলিশ সুপারসহ কর্মকর্তারা এতে অংশ নেন।
পুলিশের এই ইফতার আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলের শুরুতে বক্তব্য রাখেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান, এসএমপি পুলিশ কমিশনার মো: রেজাউল করিম (পিপিএম-সেবা)।
মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান মহান স্বাধীনতার শহীদ ও ২৪ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, স্বাধীনতার পর সেনাবাহিনী ও সাধারণ জনগণের অংশগ্রহণে অনেক বাঁধাবিপত্তি পেরিয়ে আমরা স্বাধীনতার পথ খোঁজে পেয়েছি। তরুণ প্রজন্মের নেতৃত্বে দল-মত নির্বিশেষে সকলের স্বতফূর্ত ঐক্যবদ্ধ অংশ গ্রহণে আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে আমরা আমাদের হৃদ্ধ স্বাধীনতা পূণরুদ্ধার করেছি। অকুতোভয় ছাত্র জনতার সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে সম্মেলিত প্রয়াসে আমরা আজ নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে উপনিত হয়েছি। এখন আমরা সুখী সমৃদ্ধ ও সত্যিকারের বৈষম্য মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখতে পাচ্ছি।
সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান ইফতার মাহফিলকে মিলনমেলা উল্লেখ্য করে বলেন, এখানে সেনাবাহিনী, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় সংগঠনের ও পেশাজীবীদের অংশগ্রহণে আমাদের কাজকে আরো বেগবান করবে এবং আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবো।
পুলিশ কমিশনার মো: রেজাউল করিম বলেন, রমজানের শেষ প্রান্তে এবং পবিত্র শবে কদর রাতের আগ মূহুর্তে আমাদের এই ইফতার মাহফিলটি মিলনমেলা পরিণত হয়েছে। এটা আমাদের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে পারি তা হলে আমাদের দেশ এগিয়ে যাবে।
ইফতার মাহফিলে অন্যন্যের মধ্যে অংশ নেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবু মুরাদ, সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন-নূর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন, কবির আহমদ, কবির আহমদ সোহেল, সালমান ফরিদ প্রমূখ।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৮ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪৪ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে