সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে ২৮ বিজিবি।
সোমবার রাত ১২টার দিকে উপজেলার ১নং বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা বিওপি সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়ায় এসব কাপড় জব্দ করা হয়। এসব কাপড়ের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
এ ব্যাপারে ২৮ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির মঙ্গলবার সকালে আমার দেশকে বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় কাপড় শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

