আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভুয়া চিকিৎসক কাজল নাথের ৩ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
ভুয়া চিকিৎসক কাজল নাথের ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাজল নাথ নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার দেবনাথ মেডিকেল সার্ভিস নামের একটি চেম্বারে রোগী দেখার সময় কাজল নাথকে আটক করা হয়। এ সময় তিনি চিকিৎসক না হয়েও রোগী দেখা, ভুয়া আল্ট্রাসনোগ্রাম করা এবং রিপোর্টে স্বাক্ষর দিচ্ছিলেন বলে প্রমাণ মেলে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যসেবার নামে জনগণের জীবনহানির আশঙ্কাজনিত অপরাধে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন