সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সাথে ৭ আসামিকে যাবজ্জীবন ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
বুধবার দুপুরের দিকে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহীন এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন।
মামলার এজাহারে জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে সড়কে মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে সুমেল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন। নিহত সুমেল শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় সুমেলের চাচা বাদী হয়ে প্রবাসী সাইফুল আলমকে প্রধান আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রায় চার বছর পর আজ বুধবার এ মামলার রায় ঘোষণা করা হলো। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামিদের নাম জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

