কমলগঞ্জে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪৬

মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রায় ৬ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ৬০ জন বাছাই করা ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া অন্য রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ দেয়া হয়।

মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামসুজ্জামান চৌধুরী রাহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল, কমলগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গবেষক ও ট্রাস্টের সদস্য সচিব আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এ সময় চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ইমরান আহমদ, রুহুল আমীন, আব্দুল হান্নান প্রমুখ।

মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন, বিদ্যালয় শুরুর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেসসহ বিভিন্ন উপকরণের ব্যয় বহন করছি, সাথে চিকিৎসা সেবা। যা আগামীতেও অব্যাহত থাকবে।"

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত