সিলেটে করোনাভাইরাসে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে সিলেটে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।
মঙ্গলবার দিবাগত রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে গত ২৬ জুন সিলেটে করোনায় একজনের মৃত্যু হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৮০ বছর। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারে। তিনি করোনা ছাড়াও আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বছর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২২ জনের। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

