আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা

সিলেট ব্যুরো
সিলেটে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা

সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বুধবার তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের সঙ্গে জড়িত। এতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পর্যটন খাত হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “যারা অবৈধভাবে এসব কর্মকাণ্ড করছে, তাদের স্মরণ করিয়ে দিতেই এই আদেশ। যাতে তারা এমন কাজ থেকে বিরত থাকেন।”

তিনি আরও জানান, নির্দেশ অমান্য করে কেউ বালু বা পাথর উত্তোলন বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেটের পাথর কোয়ারিগুলোর ইজারা বন্ধ রয়েছে। একইসঙ্গে পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এখনও কার্যকর আছে। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাট চলছে।

এর আগে গত শনিবার নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর স্বেচ্ছায় ফেরত দিতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই সময়সীমা শেষ হয়। তিনি জানান, এই সময়ের মধ্যে ২৬ লাখ ঘনফুট পাথর নিজ উদ্যোগে ফেরত দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন