সিলেট ব্যুরো
সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বুধবার তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের সঙ্গে জড়িত। এতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পর্যটন খাত হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “যারা অবৈধভাবে এসব কর্মকাণ্ড করছে, তাদের স্মরণ করিয়ে দিতেই এই আদেশ। যাতে তারা এমন কাজ থেকে বিরত থাকেন।”
তিনি আরও জানান, নির্দেশ অমান্য করে কেউ বালু বা পাথর উত্তোলন বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেটের পাথর কোয়ারিগুলোর ইজারা বন্ধ রয়েছে। একইসঙ্গে পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এখনও কার্যকর আছে। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাট চলছে।
এর আগে গত শনিবার নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর স্বেচ্ছায় ফেরত দিতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই সময়সীমা শেষ হয়। তিনি জানান, এই সময়ের মধ্যে ২৬ লাখ ঘনফুট পাথর নিজ উদ্যোগে ফেরত দেওয়া হয়েছে।
সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বুধবার তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের সঙ্গে জড়িত। এতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পর্যটন খাত হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “যারা অবৈধভাবে এসব কর্মকাণ্ড করছে, তাদের স্মরণ করিয়ে দিতেই এই আদেশ। যাতে তারা এমন কাজ থেকে বিরত থাকেন।”
তিনি আরও জানান, নির্দেশ অমান্য করে কেউ বালু বা পাথর উত্তোলন বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেটের পাথর কোয়ারিগুলোর ইজারা বন্ধ রয়েছে। একইসঙ্গে পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এখনও কার্যকর আছে। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাট চলছে।
এর আগে গত শনিবার নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর স্বেচ্ছায় ফেরত দিতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই সময়সীমা শেষ হয়। তিনি জানান, এই সময়ের মধ্যে ২৬ লাখ ঘনফুট পাথর নিজ উদ্যোগে ফেরত দেওয়া হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে