আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে ফাহিম আল ট্রাস্টের বৃত্তি পেল ৭৭৫ শিক্ষার্থী

সিলেট ব্যুরো

সিলেটে ফাহিম আল ট্রাস্টের বৃত্তি পেল ৭৭৫ শিক্ষার্থী

ফাহিম আল ট্রাস্টের বৃত্তি পেয়েছে জকিগঞ্জ-কানাইঘাটের ৭৭৫ জন শিক্ষার্থী। ২০২৫ সালের নভেম্বরে বৃত্তি আয়োজনের পর শনিবার বৃত্তিপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হল বৃত্তির টাকা।

বিজ্ঞাপন

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক ৩৪২টি স্কুলের ৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি তুলে দেন ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী বিপিএল সিলেট টিমের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

শুধু বৃত্তির টাকা নয়, প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩ জন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে কম্পিউটার ট্যাব, শিক্ষার্থীর পিতাকে ক্রেস্ট প্রদান, প্রাথমিক স্তরের ১০টি ও মাধ্যমিক স্তরের ১০টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার দেওয়া হয় ট্রাস্টের পক্ষ থেকে।

এবারের আয়োজনে ব্যতিক্রম ছিল ট্রাস্টের প্রতিশ্রুতিমত ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৪ জন শিক্ষক ও কর্মচারীকে ৫০ হাজার টাকা করে টাকা করে প্রদান করা হয়েছে। যা বেসরকারি উদ্যোগে এ ধরনের ভাতা অনন্য।

জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে বৃত্তি বিতরণকালে ফাহিম আল চৌধুরী বলেন, আমার লক্ষ্য হচ্ছে এলাকাকে এগিয়ে নেওয়া। ট্রাস্টের পক্ষ থেকে প্রথমবারের মতো আমরা পেনশন স্কিম চালু করেছি। এটা সম্মান থেকে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনের লক্ষ্য থাকতে হবে। না হয় এগিয়ে যাওয়া যাবেনা। আমার এগিয়ে যাওয়ায় পেছনে আমার মা ও পরিবার। মায়ের দোয়ায় আজ আমি সফল।

ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সুপ্রকান্তি দাশের পরিচালনায় এ সময় উপস্হিত ছিলেন, ট্রাস্টের সদস্য সচিব প্রধান শিক্ষক সাব্বির আহমদ, ইউপি চেয়াম্যান মোস্তাক আহমেদ চৌধুরী কুতুব উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, আব্দুল হামিদ, জয়েদ আহমদ, বদরুল ইসলাম প্রমুখ এবং দুই উপজেলার শিক্ষক নেতা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ফাহিম চৌধুরীকে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...