ধানক্ষেত থেকে উদ্ধার ৭ ফুটের অজগর

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৮: ৪৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকার একটি ধানক্ষেত থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারের ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বিজ্ঞাপন

রোববার দুপুরে সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন।

চঞ্চল গোয়ালা জানান, দুপুরের দিকে স্থানীয়রা ফোন করে খবর দেন যে ধান কাটার সময় একটি অজগর সাপ দেখতে পান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাপটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা কাঁচি দিয়ে সাপটিকে আঘাত করেছিল। পরে সাপটিকে উদ্ধার করে প্রথমে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নেওয়া হয়।

তিনি আরও জানান, সাপটির ওজন প্রায় ১০ কেজি। সুস্থ হয়ে উঠলে সেটিকে আবার বনে অবমুক্ত করা হবে।

তিনি স্থানীয়দের সাপ না মারার পরামর্শ দিয়ে বলেন, এগুলো নির্বিষ এবং প্রকৃতির বন্ধু। বৃষ্টির কারণে ছড়ার পানির স্রোতে ভেসে আসতে পারে।”

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, অজগরটি কিছুটা আঘাতপ্রাপ্ত। চিকিৎসা শেষে সুস্থ করে সেটিকে নিরাপদে অবমুক্ত করা হবে। বনসংলগ্ন এলাকার মানুষ সাপ দেখলে হত্যা না করে বন বিভাগ বা সংরক্ষণকর্মীদের খবর দেবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত