রফিকুল ইসলাম, লাখাই (হবিগঞ্জ)
হবিগঞ্জের সদর উপজেলা ও লাখাই উপজেলার কানাই নদীর পূর্ব পাড় ঘেঁষে প্রায় দুই একর জায়গাজুড়ে শতবছর ধরে ডুমড়া গ্রামের হাওরের বুকে দাঁড়িয়ে আছে বিশালাকৃতির একটি বটগাছ। রোদ, বৃষ্টি ও ঝড়ে শতবছর ধরে পথিক, কৃষক, রাখাল ও জেলেদের শীতল আশ্রয় দিয়ে যাচ্ছে গাছটি। স্থানীয় হিন্দু সম্প্রদায় গাছটি ঘিরে অনেক সময় পূজা-অর্চনাও করে থাকে।
গাছটির ঝুলন্ত লতা আর শেকড় নেমে শত শত গাছের সৃষ্টি হয়েছে। অনেকে আবার মানত বা মনের আশা পূরণের জন্যও গাছটিকে বেছে নেন। ফাল্গুন মাসে পাগল শঙ্কর মহাউৎসব পালন করা হয়ে থাকে এখানে। মুসলিমরা গাছটিকে উপকারী বৃক্ষ হিসেবে সমীহ করে থাকেন।
বটগাছটির প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলিতে মুখরিত শীতল পরিবেশ চিত্তকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে। গাছটি শতবছরের স্মৃতি। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে গাছটির বিশাল শাখা-প্রশাখা। শিকড়-বাকড়ে ছেয়ে গেছে বিস্তৃত আবাদি জমি। গাছটি চিরসবুজ। বার্ধক্যের ছাপ একটুও পড়েনি তার গায়ে।
ডুমড়া গ্রামটি বহু আগে থেকেই কুমার সম্প্রদায়ের বসতির জন্য বিখ্যাত ছিল। তাছাড়া কিছু জমিদার শাসন করতেন ওই এলাকাটি। অনেক পুরাতন দালানকোঠাও কবছর আগে দেখা যেত। এখন আর সেসব দালানকোঠা নেই। ওই গ্রামে এখন মূলত মুসলিমদের বাস। অনেকেই কৃষিকাজ করে ক্লান্ত হয়ে বটগাছটির ছায়ায় বিশ্রাম নেন, নদীপার হতে এলে গাছের নিচে অপেক্ষা করেন।
বটগাছটি বহু যুগের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি শাখা-প্রশাখা যেন অতীতের গল্প বহন করে। স্থানীয় প্রবীণ বাসিন্দা সুন্দর সরকার বলেন, পুরাতন বটবৃক্ষটিকে বাঁচিয়ে রাখা ও তার সংরক্ষণ করা প্রয়োজন।
হবিগঞ্জের সদর উপজেলা ও লাখাই উপজেলার কানাই নদীর পূর্ব পাড় ঘেঁষে প্রায় দুই একর জায়গাজুড়ে শতবছর ধরে ডুমড়া গ্রামের হাওরের বুকে দাঁড়িয়ে আছে বিশালাকৃতির একটি বটগাছ। রোদ, বৃষ্টি ও ঝড়ে শতবছর ধরে পথিক, কৃষক, রাখাল ও জেলেদের শীতল আশ্রয় দিয়ে যাচ্ছে গাছটি। স্থানীয় হিন্দু সম্প্রদায় গাছটি ঘিরে অনেক সময় পূজা-অর্চনাও করে থাকে।
গাছটির ঝুলন্ত লতা আর শেকড় নেমে শত শত গাছের সৃষ্টি হয়েছে। অনেকে আবার মানত বা মনের আশা পূরণের জন্যও গাছটিকে বেছে নেন। ফাল্গুন মাসে পাগল শঙ্কর মহাউৎসব পালন করা হয়ে থাকে এখানে। মুসলিমরা গাছটিকে উপকারী বৃক্ষ হিসেবে সমীহ করে থাকেন।
বটগাছটির প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলিতে মুখরিত শীতল পরিবেশ চিত্তকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে। গাছটি শতবছরের স্মৃতি। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে গাছটির বিশাল শাখা-প্রশাখা। শিকড়-বাকড়ে ছেয়ে গেছে বিস্তৃত আবাদি জমি। গাছটি চিরসবুজ। বার্ধক্যের ছাপ একটুও পড়েনি তার গায়ে।
ডুমড়া গ্রামটি বহু আগে থেকেই কুমার সম্প্রদায়ের বসতির জন্য বিখ্যাত ছিল। তাছাড়া কিছু জমিদার শাসন করতেন ওই এলাকাটি। অনেক পুরাতন দালানকোঠাও কবছর আগে দেখা যেত। এখন আর সেসব দালানকোঠা নেই। ওই গ্রামে এখন মূলত মুসলিমদের বাস। অনেকেই কৃষিকাজ করে ক্লান্ত হয়ে বটগাছটির ছায়ায় বিশ্রাম নেন, নদীপার হতে এলে গাছের নিচে অপেক্ষা করেন।
বটগাছটি বহু যুগের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি শাখা-প্রশাখা যেন অতীতের গল্প বহন করে। স্থানীয় প্রবীণ বাসিন্দা সুন্দর সরকার বলেন, পুরাতন বটবৃক্ষটিকে বাঁচিয়ে রাখা ও তার সংরক্ষণ করা প্রয়োজন।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৮ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩৪ মিনিট আগে