২০০ দিনে ২৪০ মামলা

ইউএনও যেন অপরাধীর জন্য বাস্তব 'ফাটাকেস্ট'

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪৪
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫০

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাত্র ২০০ কার্যদিবসে ২৪০টি মামলা দায়ের করে রেকর্ড গড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। মাদক, অবৈধ বালু উত্তোলন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইন ভঙ্গের বিরুদ্ধে নিয়মিত পরিচালিত এসব অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে সিন্ডিকেট চক্র।

বিজ্ঞাপন

গত বছরের ১১ নভেম্বর ছাতকে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও প্রতিদিন মাঠে থেকে অভিযান পরিচালনা করছেন। শুধু মাদকবিরোধী অভিযানেই দায়ের হয়েছে ৭২টি মামলা, আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়েছে সমসংখ্যক আসামি। এছাড়া অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দায়ের হয়েছে ১৫টি মামলা। জব্দ হয়েছে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ড্রেজার, নৌকা ও বিপুল পরিমাণ বালু।

অপরাধ দমনের পাশাপাশি তিনি রাজস্ব আয়েও এনেছেন গতি। ছাতক পৌরসভার আয় দ্বিগুণ হয়েছে তার উদ্যোগে। কঠোর পদক্ষেপের ফলে সাধারণ মানুষের কাছে তিনি প্রশংসিত হলেও অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতঙ্কের নাম। স্থানীয়দের ভাষায়, তিনি এখন বাস্তব ‘ফাটাকেস্ট’।

তবে সম্প্রতি অবৈধ বালু উত্তোলনের মামলায় কয়েক আসামি দ্রুত জামিন পাওয়ায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে, ‘আইনের কঠোরতা কোথায়?’

আদালত সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হলেও জামিন পেয়েছেন প্রভাবশালী কয়েকজন স্থানীয়। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

পরিবেশবিদরা বলছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে নদীর স্রোত পরিবর্তিত হয়ে বন্যা ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হতে পারে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির ইউএনও’র উদ্যোগকে প্রশংসা করে বলেন, ‘এমন সৎ ও সাহসী কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন প্রয়োজন। কিছু কর্মকর্তা অসৎ আছে তা অস্বীকারের সুযোগ নেই। কিন্তু এর মধ্যে এরকম সৎ অফিসারদেরকে অবশ্যই সঠিক মূল্যয়ন প্রয়োজন।

এ বিষয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘যত বাধাই আসুক, সরকারি সম্পদ রক্ষায় আমি অটল। মাদকসহ সব অপরাধের বিরুদ্ধেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত