আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক এমপি মজিদ আরেক মামলায় গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

সাবেক এমপি মজিদ আরেক মামলায় গ্রেফতার

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন। এর আগে, ১৮ অক্টোবর এ মামলা হয়।

বিজ্ঞাপন

আদালত পরিদর্শক মো. নাজমুল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই হবিগঞ্জ শহরে আহত হন মরণ চাঁন। তিনি যশেরআব্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় ১৮ অক্টোবর মজিদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন তিনি।

পরে মজিদকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল মওলা। শুনানি শেষে তাকে গ্রেফতারের আদেশ দেন বিচারক।

এর আগে, ১০ ফেব্রুয়ারি মজিদ খানকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন