দায়িত্ব নিয়েই সফর সারওয়ার আলমের

সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দেওয়া হবে: নতুন ডিসি

সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২১: ২৫
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২২: ৪৪

সিলেটে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই বহুল আলোচিত সাদাপাথর পরিদর্শনে যান নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি অবৈধ পাথর ও ক্রাশার মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সাদাপাথর পরিদর্শন শেষে ফেরার পথে অভিযান চালিয়ে তিনি তিনটি ক্রাশার মিল থেকে অবৈধ পাথর জব্দ করেছেন। এ সময় তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এবং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা রবিন মিয়াও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারওয়ার আলম টুকেরগাঁও এলাকায় ‘চাচা-ভাতিজা স্টোন ক্রাশার’, ‘মেসার্স আল-করিম স্টোন ক্রাশার’ এবং নামবিহীন আরেকটি ক্রাশার মিলে অভিযান চালান। অবৈধভাবে পাথর মজুদ রাখার দায়ে তিনি এসব মিলের পাথর জব্দ করার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে জব্দকৃত পাথরের পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ার দিয়ে পরিমাপের পর এর পরিমাণ জানানো হবে বলে জানান কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া।

এর আগে সাদাপাথর পরিদর্শন শেষে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “সাদাপাথরকে তার আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে।” তিনি আরও জানান, কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। তিনি নিশ্চিত করেন, সাদাপাথর থেকে যেন আর একটি পাথরও চুরি না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারওয়ার আলম। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত