আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইএফআইসি ব্যাংকের সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার

আইএফআইসি ব্যাংকের সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা

‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশীপ গ্রিণ জিরো কূপন বন্ড’ এর বিজ্ঞাপণে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে প্রচারণা চালানো হয়েছিল। এ প্রচারণার মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে এমন ধারণা দেওয়া হয়েছিল যাতে মনে হয়েছিল বন্ডটি আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে।

মূলত আইএফআইসি ব্যাংক ছিল ওই বন্ডটির গ্যারান্টার। এর মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ জরিমানা করা হয় বলে সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশীপ গ্রিণ জিরো কূপন বন্ড’ শীর্ষক দেড় হাজার কোটি টাকা অভিহিতমূল্যের এক হাজার কোটি টাকা ইস্যুমূল্যের বন্ডটির গ্যারান্টার বা জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক এবং পরামর্শক ও অ্যারেঞ্জার ছিল আইএফআইসি ইনভেস্টটেড লিমিটেড। এ বন্ডটি মূলত ইস্যু করেছে শ্রীপুর টাউনশীপ লিমিটেড। কিন্তু বিজ্ঞাপনে ‘আইএফআইসি আমার বন্ড’ নাম ব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়েছিল। এ কারণে ব্যাংকের তৎকালীন এমডিকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য বন্ড ইস্যুতে জালিয়াতির কারণে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান এফ রহমানকে ১৫০ কোটি টাকা জরিমানা করেছিল বিএসইসি। একইসঙ্গে তাদেরকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনটি। এছাড়া বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম আমার দেশকে বলেন, বন্ড ইস্যুতে জালিয়াতি, দুর্নীতি ও অনিয়মের কারণে এর আগে কমিশন বেশকিছু ব্যবস্থা নিয়েছিল। ওই সময় ব্যাংকের এমডির বিরুদ্ধে তদন্তসাপেক্ষে এনফোর্সম্যান্ট ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তারই আলোকে আজ (মঙ্গলবার) কমিশন সভায় ব্যাংকের তৎকালীন এমডিকে জরিমানা করা হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন