
স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ১৬টি ক্যাটাগরিতে মোট ৩০টি প্রতিষ্ঠানকে “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়েছে। এ সম্মানজনক স্বীকৃতির আওতায় প্রসাধনী খাতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পুরস্কৃত হয়, যা প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রম ও টেকসই শিল্প ব্যবস্থাপনার প্রতি প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ। এই বিশেষ মুহূর্তে স্কয়ার টয়লেট্রিজ-এর রূপসী ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে কর্মরত শিউলি আক্তার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফ্যাক্টরি টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।
এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিষ্ঠান হিসেবে স্কয়ারের দায়বদ্ধতার প্রতিচ্ছবি। প্রথম থেকেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের কর্মীদের জন্য একটি নিরাপদ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করেছে।
নারী কর্মীদের জন্য রয়েছে ডে-কেয়ার, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং নেতৃত্ব বিকাশের সমান ও পর্যাপ্ত সুযোগ। সবার জন্য রয়েছে গ্রুপ বীমা, স্বাস্থ্যসেবা, খাবারের সুব্যবস্থা, ফেয়ার প্রাইস শপ, শিক্ষাবৃত্তি এবং আরও অনেক সহায়ক ব্যবস্থা।
পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্লাস্টিক ব্যবহার ২৫% পর্যন্ত কমানো, নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌরশক্তির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং দূষণমুক্ত উৎপাদন প্রক্রিয়া। এসব উদ্যোগ স্কয়ার টয়লেট্রিজের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল শিল্প পরিচালনার প্রতিফলন।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বিশ্বাস করে, একটি সুস্থ পৃথিবী সবার অধিকার। তাই, মানুষ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা নিয়েই তারা আগামীর পথে অগ্রসর হতে চায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ১৬টি ক্যাটাগরিতে মোট ৩০টি প্রতিষ্ঠানকে “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়েছে। এ সম্মানজনক স্বীকৃতির আওতায় প্রসাধনী খাতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পুরস্কৃত হয়, যা প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রম ও টেকসই শিল্প ব্যবস্থাপনার প্রতি প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ। এই বিশেষ মুহূর্তে স্কয়ার টয়লেট্রিজ-এর রূপসী ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে কর্মরত শিউলি আক্তার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফ্যাক্টরি টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।
এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিষ্ঠান হিসেবে স্কয়ারের দায়বদ্ধতার প্রতিচ্ছবি। প্রথম থেকেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের কর্মীদের জন্য একটি নিরাপদ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করেছে।
নারী কর্মীদের জন্য রয়েছে ডে-কেয়ার, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং নেতৃত্ব বিকাশের সমান ও পর্যাপ্ত সুযোগ। সবার জন্য রয়েছে গ্রুপ বীমা, স্বাস্থ্যসেবা, খাবারের সুব্যবস্থা, ফেয়ার প্রাইস শপ, শিক্ষাবৃত্তি এবং আরও অনেক সহায়ক ব্যবস্থা।
পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্লাস্টিক ব্যবহার ২৫% পর্যন্ত কমানো, নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌরশক্তির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং দূষণমুক্ত উৎপাদন প্রক্রিয়া। এসব উদ্যোগ স্কয়ার টয়লেট্রিজের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল শিল্প পরিচালনার প্রতিফলন।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বিশ্বাস করে, একটি সুস্থ পৃথিবী সবার অধিকার। তাই, মানুষ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা নিয়েই তারা আগামীর পথে অগ্রসর হতে চায়।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এদিকে আমদানির জন্য প্রায় তিন হাজার আবেদন জমা পড়লেও সরকার এখনো আইপি দিচ্ছে না। সরকারের একগুয়েমির কারণে বাড়তি দামেই ভোক্তাকে পেঁয়াজ খেতে হচ্ছে।
৮ ঘণ্টা আগে
এবার দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৮ হাজার ২৭২ টাকায়। আগামীকাল রোববার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।
১১ ঘণ্টা আগে
জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ'। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো’।
১৪ ঘণ্টা আগে
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৫’ ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক।
১৫ ঘণ্টা আগে