৫ ব্যাংক একীভূতকরণে ক্ষতির প্রচারণা গুজব ও ভিত্তিহীন

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৭: ৫৬

পাঁচটি বেসরকারি ইসলামি ধারার ব্যাংক একীভূত করা হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন, এমন প্রচারণাকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্থ হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞাপন

বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয় এরকম কোন সিদ্ধান্ত সরকার গ্রহন করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা করছে।

বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার সংকটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে নিয়ে এখন নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত