আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্যাংকগুলোতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার

অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংকগুলোতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার

জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদ বাস্তবায়নে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয়।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দেখা যায়, গণভোটের পক্ষে প্রচারের অংশ হিসেবে দুটি ব্যানার টাঙানো হয়েছে। একটি ব্যানারে লেখা রয়েছে— “গণভোট ২০২৬, সংসদ নির্বাচন। দেশের চাবি আপনার হাতে—পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’।”

বিজ্ঞাপন

অন্য ব্যানারে প্রশ্ন করা হয়েছে—

“আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে? যেখানে সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান কার্যকর থাকবে?”

এ ধরনের সাতটি বিষয়ের উল্লেখ করে একটি লিফলেটে বলা হয়েছে—

“‘হ্যাঁ’ ভোট দিলে উপরের সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই।”

একই ধরনের ব্যানার রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকসহ অনেক বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার সামনেও দেখা গেছে।

এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী প্রতিটি ব্যাংক শাখায় গণভোট সংক্রান্ত দুটি করে ব্যানার টাঙানোর কথা বলা হয়।

পাশাপাশি প্রচার কার্যক্রমে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থ ব্যয়ের বিষয়েও আলোচনা হয়।

গত সপ্তাহে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...