আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা
ছবি: আমার দেশ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নবম পে-স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পে-কমিশনের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, ‘নবম পে-স্কেল নিয়ে পে-কমিশন কাজ করছে। পে-কমিশনের সঙ্গে এক-দুই দিনের মধ্যে আমার কথা হবে।’

তিনি বলেন, ‘এখানে ২১ জন মেম্বার। তারা সবকিছু বিচার-বিবেচনা করে একটা রিপোর্ট প্রকাশ করবেন। যখন রিপোর্ট প্রকাশ করা হবে, তখনই জানা যাবে যে এটা কীভাবে করা হবে, ঘোষণা কখন করা হবে সবকিছু জানা যাবে।’

বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা ৬০ হাজার ড্রাইভারের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এখানে ৪০ হাজার নতুন এবং ২০ হাজার প্রশিক্ষিত। তাদের হেভি ভেহিকেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। এটা নতুন কর্মসংস্থানে কাজ করবে।

তিনি বলেন, বিআরটিএ এই প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এটি বিদেশে কর্মসংস্থানের জন্য একটা বড় সহায়ক হবে।

তিনি বলেন, বরিশালে একটা সেতু তৈরি করা হবে। সরকার ও ওপেক ফান্ডের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বরিশাল (দিনেরারপুল)-লক্ষ্মী পাশা-দুমকি সড়কের ২৭ কিমি পান্ডব-পায়রা নদ-নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ’ করা হবে। এতে ভোলার রিমোট এরিয়ায় যাতায়াতব্যবস্থা ভালো হবে বলে জানান উপদেষ্টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...