অর্থনৈতিক রিপোর্টার
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শরীয়াহভিত্তিক বাড়ি ও গাড়ি কেনার ঋণ সুবিধা চালুর আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, 'বাংলাদেশ ব্যাংকের বহু কর্মকর্তা-কর্মচারী শরীয়াহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করতে চান। যদি তাদের জন্য ইসলামী নীতি-নির্ভর হাউজিং ও গাড়ি লোন সুবিধা চালু করা হয়, তবে তা তাদের ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ সৃষ্টি করবে এবং প্রকৃত অর্থেই এটি হবে তাদের হক আদায়ের একটি মাধ্যম।'
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকগুলোতে শরীয়াহ মানা হচ্ছে কি না—তা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের কাছে শরীয়াহসম্মত ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি তথ্য-সেবা ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, 'যেমন নির্দিষ্ট পদ্ধতির কারণে বিবাহ হালাল এবং অনিয়মের কারণে জিনা হারাম—তেমনি ব্যাংকিং ব্যবস্থা যদি শরীয়াহ অনুযায়ী পরিচালিত হয়, তবে সেটি হালাল। গ্রাহকদের জানাতে হবে কোন লেনদেন শরীয়াহসম্মত আর কোনটি নয়।'
জানা গেছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা থাকলেও শরীয়াহ না মানার কারণে অনেক কর্মকর্তা এ সুবিধা নেননি। অথচ অন্যান্য সরকারি কর্মকর্তা, যেমন বিসিএস কর্মকর্তারা, শরীয়াহভিত্তিক ব্যাংক থেকে সরকার নির্ধারিত নীতিতে বাড়ি নির্মাণের জন্য বিনিয়োগ সুবিধা ভোগ করতে পারেন।
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে আহ্বান জানান, যেন শরীয়াহ মেনে চলতে আগ্রহী কর্মকর্তাদের জন্য ইসলামী ব্যাংকিং নীতি-ভিত্তিক ঋণ সুবিধা প্রবর্তনের বিষয়ে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শরীয়াহভিত্তিক বাড়ি ও গাড়ি কেনার ঋণ সুবিধা চালুর আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, 'বাংলাদেশ ব্যাংকের বহু কর্মকর্তা-কর্মচারী শরীয়াহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করতে চান। যদি তাদের জন্য ইসলামী নীতি-নির্ভর হাউজিং ও গাড়ি লোন সুবিধা চালু করা হয়, তবে তা তাদের ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ সৃষ্টি করবে এবং প্রকৃত অর্থেই এটি হবে তাদের হক আদায়ের একটি মাধ্যম।'
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকগুলোতে শরীয়াহ মানা হচ্ছে কি না—তা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের কাছে শরীয়াহসম্মত ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি তথ্য-সেবা ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, 'যেমন নির্দিষ্ট পদ্ধতির কারণে বিবাহ হালাল এবং অনিয়মের কারণে জিনা হারাম—তেমনি ব্যাংকিং ব্যবস্থা যদি শরীয়াহ অনুযায়ী পরিচালিত হয়, তবে সেটি হালাল। গ্রাহকদের জানাতে হবে কোন লেনদেন শরীয়াহসম্মত আর কোনটি নয়।'
জানা গেছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা থাকলেও শরীয়াহ না মানার কারণে অনেক কর্মকর্তা এ সুবিধা নেননি। অথচ অন্যান্য সরকারি কর্মকর্তা, যেমন বিসিএস কর্মকর্তারা, শরীয়াহভিত্তিক ব্যাংক থেকে সরকার নির্ধারিত নীতিতে বাড়ি নির্মাণের জন্য বিনিয়োগ সুবিধা ভোগ করতে পারেন।
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে আহ্বান জানান, যেন শরীয়াহ মেনে চলতে আগ্রহী কর্মকর্তাদের জন্য ইসলামী ব্যাংকিং নীতি-ভিত্তিক ঋণ সুবিধা প্রবর্তনের বিষয়ে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
২ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
২ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে