আগস্টে সার্বিক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৭

জুলাই কিছুটা উত্থান দেখা দিলেও আগস্টে এসে রপ্তানি আয় কিছুটা কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে রপ্তানি আয় ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমেছে। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯১ শতাংশ কম। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাস শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে। দুই মাসের এ আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

তবে এই সামগ্রিক ইতিবাচক আয় সত্ত্বেও, ২০২৫ সালের আগস্টে বার্ষিক প্রবৃদ্ধি ২ দশমিক ৯৩ শতাংশ কমেছে। আগস্টে রপ্তানি আয় ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের আগস্টে ছিল ৪ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার।

রপ্তানি আয় কমে যাওয়ার কারণ হিসেবে ইপিবি জানিয়েছে, অর্থবছরের প্রথম মাসগুলোতে রপ্তানি কর্মক্ষমতা স্থিতিস্থাপকতার ইঙ্গিত দিয়েছে। তবে আগস্টের মন্দা বিশ্বব্যাপী চাহিদার ওঠানামা এবং বাজারের গতিশীলতার ক্রমবর্ধমান প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি খাতের মুখোমুখি চ্যালেঞ্জগুলো সামনে এসেছে।

এ দুই মাসে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের প্রবৃদ্ধি এ সময় দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। দুই মাসে এ খাতের রপ্তানি আয় ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নিট খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১১ শতাংশ, রপ্তানি আয় ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। ওভেনের প্রবৃদ্ধি ১০ দশমিক ২৮ শতাংশ, রপ্তানি আয় ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারের।

শুধু আগস্ট মাসে পোশাকের রপ্তানী আয় কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। এ সময় রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি রপ্তানি কমেছে নিট খাতে। এ খাতের রপ্তানি আয় কমেছে ৬ দশমিক ৩৪ শতাংশ, রপ্তানি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ওভেনের রপ্তানি আয় কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ। আয় এসেছে ১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত