অর্থনৈতিক রিপোর্টার
জুলাই কিছুটা উত্থান দেখা দিলেও আগস্টে এসে রপ্তানি আয় কিছুটা কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে রপ্তানি আয় ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমেছে। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯১ শতাংশ কম। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাস শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে। দুই মাসের এ আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বেশি।
তবে এই সামগ্রিক ইতিবাচক আয় সত্ত্বেও, ২০২৫ সালের আগস্টে বার্ষিক প্রবৃদ্ধি ২ দশমিক ৯৩ শতাংশ কমেছে। আগস্টে রপ্তানি আয় ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের আগস্টে ছিল ৪ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার।
রপ্তানি আয় কমে যাওয়ার কারণ হিসেবে ইপিবি জানিয়েছে, অর্থবছরের প্রথম মাসগুলোতে রপ্তানি কর্মক্ষমতা স্থিতিস্থাপকতার ইঙ্গিত দিয়েছে। তবে আগস্টের মন্দা বিশ্বব্যাপী চাহিদার ওঠানামা এবং বাজারের গতিশীলতার ক্রমবর্ধমান প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি খাতের মুখোমুখি চ্যালেঞ্জগুলো সামনে এসেছে।
এ দুই মাসে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের প্রবৃদ্ধি এ সময় দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। দুই মাসে এ খাতের রপ্তানি আয় ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নিট খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১১ শতাংশ, রপ্তানি আয় ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। ওভেনের প্রবৃদ্ধি ১০ দশমিক ২৮ শতাংশ, রপ্তানি আয় ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারের।
শুধু আগস্ট মাসে পোশাকের রপ্তানী আয় কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। এ সময় রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি রপ্তানি কমেছে নিট খাতে। এ খাতের রপ্তানি আয় কমেছে ৬ দশমিক ৩৪ শতাংশ, রপ্তানি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ওভেনের রপ্তানি আয় কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ। আয় এসেছে ১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
জুলাই কিছুটা উত্থান দেখা দিলেও আগস্টে এসে রপ্তানি আয় কিছুটা কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে রপ্তানি আয় ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমেছে। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯১ শতাংশ কম। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাস শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে। দুই মাসের এ আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বেশি।
তবে এই সামগ্রিক ইতিবাচক আয় সত্ত্বেও, ২০২৫ সালের আগস্টে বার্ষিক প্রবৃদ্ধি ২ দশমিক ৯৩ শতাংশ কমেছে। আগস্টে রপ্তানি আয় ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের আগস্টে ছিল ৪ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার।
রপ্তানি আয় কমে যাওয়ার কারণ হিসেবে ইপিবি জানিয়েছে, অর্থবছরের প্রথম মাসগুলোতে রপ্তানি কর্মক্ষমতা স্থিতিস্থাপকতার ইঙ্গিত দিয়েছে। তবে আগস্টের মন্দা বিশ্বব্যাপী চাহিদার ওঠানামা এবং বাজারের গতিশীলতার ক্রমবর্ধমান প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি খাতের মুখোমুখি চ্যালেঞ্জগুলো সামনে এসেছে।
এ দুই মাসে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের প্রবৃদ্ধি এ সময় দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। দুই মাসে এ খাতের রপ্তানি আয় ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নিট খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১১ শতাংশ, রপ্তানি আয় ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। ওভেনের প্রবৃদ্ধি ১০ দশমিক ২৮ শতাংশ, রপ্তানি আয় ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারের।
শুধু আগস্ট মাসে পোশাকের রপ্তানী আয় কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। এ সময় রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি রপ্তানি কমেছে নিট খাতে। এ খাতের রপ্তানি আয় কমেছে ৬ দশমিক ৩৪ শতাংশ, রপ্তানি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ওভেনের রপ্তানি আয় কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ। আয় এসেছে ১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১৮ ঘণ্টা আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে