বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নির্বাচন প্রক্রিয়া যেন ব্যাহত না হয় সে জন্য কাজ করে যাচ্ছে তার দল। এমনকি খালেদা জিয়ার খারাপ অবস্থার মধ্যেও বিএনপি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের আত্মপ্রকাশ উপলক্ষে ‘জাতীয় নির্বাচন ২০২৬ : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘প্রতিবেশিরা নির্বাচন করে দিয়ে গেছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে। কিন্তু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে যে নির্বাচন করেছেন, সেটাও করেছিলেন কী? সুতরাং কলঙ্কিত করার ইচ্ছা থাকলে, আমরা নিজেরাই যথেষ্ট। ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আর বিএনপি শুরু থেকেই সেই ছাড় দিয়ে আসছে।’
বাংলাদেশ সরকারের সাবেক সচিব অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. শাফিউল ইসলাম। এ সময় প্যানেল আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, শিক্ষাবিদ ও প্রকৌশলী মারদিয়া মমতাজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মিজ মিলি রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ প্রমুখ।

