বিডার নির্বাহী সদস্য নিয়োগে নতুন বিধান

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১: ০১

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এ সংশোধনী এনে নির্বাহী সদস্য নিয়োগের বিধান পরিবর্তন করেছে সরকার। গত ১০ আগস্ট সরকারি গেজেটে রাষ্ট্রপতির জারি করা ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ এ তথ্য জানানো হয়।

গেজেট অনুযায়ী, সংশোধিত আইনে ধারা ৯-এর উপধারা (৪) নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে। এখন থেকে নির্বাহী সদস্যরা সরকার কর্তৃক অতিরিক্ত সচিব বা তার ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে প্রেষণে নিয়োগ পাবেন।

বিজ্ঞাপন

তবে সরকারের হাতে বিকল্প ক্ষমতাও থাকছে—যেখানে নির্ধারিত মেয়াদ ও শর্তে অন্য কোনো ব্যক্তিকেও সদস্য হিসেবে নিয়োগ করা যাবে। এর ফলে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাতের বিশেষজ্ঞ বা অন্য ক্ষেত্রের যোগ্য ব্যক্তিরাও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পদে আসীন হতে পারবেন।

অধ্যাদেশে বলা হয়, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় এবং জরুরি প্রয়োজনীয় পরিস্থিতি বিবেচনায় এনে রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই আইন জারি করেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য নীতি সহায়তা, অনুমোদন এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের দায়িত্ব পালন করে থাকে। নতুন সংশোধনী কার্যকর হওয়ায় এর নেতৃত্বে দক্ষতা ও বৈচিত্র্য বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত