
এনআরবি বিনিয়োগ জোন হতে পারে সিলেট: সচিব নাসের খান
সিলেটকে একটি এনআরবি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান বলেছেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এ কারণে এখানকার জমি, কাগজপত্র, নিরাপত্তাসহ সকল ভোগান্তি দূর করতে হবে।























