আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিবারসহ সাবেক হুইপ স্বপনের ৬২ কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

পরিবারসহ সাবেক হুইপ স্বপনের ৬২ কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ

সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তার স্ত্রী মেহবুবা আলম ও মেয়ে নুযায়মা মাহমুদের নামে থাকা ৬২টি কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

একই সঙ্গে স্বপন ও তার স্ত্রী মেহবুবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন বিচারক। দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, সাবেক হুইপ স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২টি কম্পানির দুই ২১ হাজার ৫৬৪টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তার দুই কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট জব্দ করা হয়েছে। তার স্ত্রী মেহেরা মাহাবুবের দুই কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

এ ছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাতটি কম্পানির ১৪ হাজার ৯৭২ টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আল আমিন তাদের এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন