অর্থনৈতিক রিপোর্টার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এতে অনাপত্তি দিয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে তাকে বাধ্যতামূলকভাবে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
জানা গেছে, ওয়াসেক মো. আলীর ছুটিতে পাঠিয়ে ব্যাংকটিতে অডিট কার্যক্রম পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় চিহ্নিত বিনিয়োগ সংক্রান্ত অনিয়ম ও ব্যাংক অব্যবস্থাপনার তথ্য মিলেছে। তাই অপসারণের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদকে।
উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। জুলাই বিল্পবে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর গত ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে তা পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে।
এস আলমের নিয়ন্ত্রণ থাকাকালীন ব্যাংকটি থেকে ৪৫ হাজার ৬৩৬ কোটি টাকা ঋণের নামে বের করেন নেন তিনি। এর মধ্যে নিজের নামে ঋণ ৪৮ কোটি, বেনামি ৩৯ হাজার ১৮৫ কোটি এবং ইনডিরেক্ট সুবিধায় ৬ হাজার ৪৫১ কোটি টাকা নেন। এসব ঋণ বের করতে সহযোগিতা করেন এমডি ওয়াসেক।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এতে অনাপত্তি দিয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে তাকে বাধ্যতামূলকভাবে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
জানা গেছে, ওয়াসেক মো. আলীর ছুটিতে পাঠিয়ে ব্যাংকটিতে অডিট কার্যক্রম পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় চিহ্নিত বিনিয়োগ সংক্রান্ত অনিয়ম ও ব্যাংক অব্যবস্থাপনার তথ্য মিলেছে। তাই অপসারণের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদকে।
উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। জুলাই বিল্পবে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর গত ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে তা পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে।
এস আলমের নিয়ন্ত্রণ থাকাকালীন ব্যাংকটি থেকে ৪৫ হাজার ৬৩৬ কোটি টাকা ঋণের নামে বের করেন নেন তিনি। এর মধ্যে নিজের নামে ঋণ ৪৮ কোটি, বেনামি ৩৯ হাজার ১৮৫ কোটি এবং ইনডিরেক্ট সুবিধায় ৬ হাজার ৪৫১ কোটি টাকা নেন। এসব ঋণ বের করতে সহযোগিতা করেন এমডি ওয়াসেক।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১ দিন আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে