আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

অর্থনৈতিক রিপোর্টার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এতে অনাপত্তি দিয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে তাকে বাধ্যতামূলকভাবে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

‎জানা গেছে, ওয়াসেক মো. আলীর ছুটিতে পাঠিয়ে ব্যাংকটিতে অডিট কার্যক্রম পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় চিহ্নিত বিনিয়োগ সংক্রান্ত অনিয়ম ও ব্যাংক অব্যবস্থাপনার তথ্য মিলেছে। তাই অপসারণের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদকে।

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। জুলাই বিল্পবে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর গত ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে তা পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে।

‎এস আলমের নিয়ন্ত্রণ থাকাকালীন ব্যাংকটি থেকে ৪৫ হাজার ৬৩৬ কোটি টাকা ঋণের নামে বের করেন নেন তিনি। এর মধ্যে নিজের নামে ঋণ ৪৮ কোটি, বেনামি ৩৯ হাজার ১৮৫ কোটি এবং ইনডিরেক্ট সুবিধায় ৬ হাজার ৪৫১ কোটি টাকা নেন। এসব ঋণ বের করতে সহযোগিতা করেন এমডি ওয়াসেক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...