এলডিসি গ্রাজুয়েশন তিন বছর পেছানোর চেষ্টা চলছে। তবে এখানে আশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই। কারণ বন্ধু দেশগুলো আমাদের এ উদ্যোগের বিরোধিতা করছে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এলডিসি গ্রাজুয়েশন নিয়ে সাংবাদিকদের জন্য র্যাপিড আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি বলেন, গ্রাজুয়েশন তিন বছর পেছানো নিয়ে জাতিসংঘের ইউএনজিএর সঙ্গে আলোচনা চলছে। তবে আমাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র, তুরষ্ক, জাপান, ভারতের মতো দেশগুলো বিরোধিতা করছে। এজন্য এ আলোচনা নিয়ে আশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই।
দেশের বিনিয়োগ না বাড়াটা হতাশার জানিয়ে বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশের বিনিয়োগ বাড়েনি এটা সবচেয়ে বড় সমস্যা আশাব্যঞ্জক না। বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ালে এটি আরো শক্তিশালী হবে।
মাহবুবুর রহমান বলেন, ভারতের মতো বিকল্প প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে।

