প্রতি বছরের মতো রিয়েল এস্টেট খাতের সর্ববৃহৎ আয়োজন রিহ্যাব আবাসন মেলা আগামীকাল বুধবার শুরু হচ্ছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত চার দিনব্যাপী এই মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় আবাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২২০টি স্টল থাকবে।
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলার সার্বিক প্রস্তুতি ও উদ্দেশ্য তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। উদ্বোধনী অধিবেশন শেষে দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হবে। পরবর্তী দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
রিহ্যাব সভাপতি বলেন, চলতি বছরের মেলা আবাসন খাতের স্থবিরতা কাটাতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। সম্প্রতি সংশোধিত ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালার গেজেট প্রকাশের মাধ্যমে সেই প্রতিবন্ধকতা অনেকাংশে দূর হয়েছে। তিনদিন ছুটি থাকায় এবারের মেলায় অনেক লোকসমাগম হবে বলে আশা করছি। তিনি বলেন, এ খাতে জীবিকা নির্বাহ করছে অন্তত ৫০ লাখ মানুষ। মেলায় দর্শনার্থীদের জন্য সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
প্রতিদিন র্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার থাকবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গুলির ঘটনায় সেই এনসিপি নেতার বান্ধবী আটক