ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৭: ০০

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন ও তাদের দুই মেয়ে জারা নামরীন এবং জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গতকাল সোমবার এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে। ফলে তাদের হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ হয়ে গেছে।

শওকত আলী চৌধুরী চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের একজন ও ফিনলে বাজার লিমিটেডের চেয়ারম্যান। তার স্ত্রী তাসমিয়া আম্বারীন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান। তার মেয়ে জারা নামরীন ইস্টার্ন ব্যাংকের পরিচালক।

বিজ্ঞাপন

বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানিসহ) নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। এসব হিসাবের যাবতীয় দলিলাদি (হিসাব খোলার ফরম, টিপি, কেওয়াইসি) আগামী ২ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনাদের শাখায় কোনো হিসাব নেই মর্মে ধরে নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার শওকত আলী চৌধুরীসহ পরিবারের সদস্যদের হিসাব জব্দ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত