আমদানি প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংক বিদ্যমান সব নির্দেশনা এক করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে। এ সার্কুলার এক বছর কার্যকর থাকবে। বৃহস্পতিবার সব বাণিজ্যিক ব্যাংকগুলো এ নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, এলসি ও রেমিট্যান্স, ক্রয় চুক্তির আওতায় আমদানি, সরবরাহকারী/ক্রেতার ঋণ, সফটওয়্যার ই-ডেলিভারি, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের জন্য আমদানি, এবং স্বর্ণ, রৌপ্য ও জুয়েলারির আমদানি সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত হয়েছে।
গত মাসে রপ্তানি সংক্রান্ত একই ধরনের মাস্টার সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরণের পদক্ষেপ আমদানিকারক ও ব্যাংকের জন্য বিধি-বিধান আরও স্পষ্ট করবে এবং বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য আনবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

