আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমদানি প্রক্রিয়া সহজ করতে মাস্টার সার্কুলার জারি

অর্থনৈতিক রিপোর্টার

আমদানি প্রক্রিয়া সহজ করতে মাস্টার সার্কুলার জারি

আমদানি প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংক বিদ্যমান সব নির্দেশনা এক করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে। এ সার্কুলার এক বছর কার্যকর থাকবে। বৃহস্পতিবার সব বাণিজ্যিক ব্যাংকগুলো এ নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, এলসি ও রেমিট্যান্স, ক্রয় চুক্তির আওতায় আমদানি, সরবরাহকারী/ক্রেতার ঋণ, সফটওয়্যার ই-ডেলিভারি, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের জন্য আমদানি, এবং স্বর্ণ, রৌপ্য ও জুয়েলারির আমদানি সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

গত মাসে রপ্তানি সংক্রান্ত একই ধরনের মাস্টার সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরণের পদক্ষেপ আমদানিকারক ও ব্যাংকের জন্য বিধি-বিধান আরও স্পষ্ট করবে এবং বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য আনবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন