আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনলাইনে রিটার্ন জমা দিতে করদাতাদের প্রশিক্ষণ দেবে এনবিআর

আমার দেশ অনলাইন

অনলাইনে রিটার্ন জমা দিতে করদাতাদের প্রশিক্ষণ দেবে এনবিআর

অনলাইন রিটার্ন জমা দিতে করদাতাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রশিক্ষণে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহজ ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার পক্ষ থেকে ই-রিটার্ন ট্রেইনিংয়ের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

ওই ট্রেইনিংয়ে অংশগ্রহণ করতে আগ্রহী সম্মানিত করদাতা এবং স্টেকহোল্ডারদের এনলিস্টমেন্টের জন্য নিম্মোক্ত লিংকে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। লিংকটি হলো—https://nbr.gov.bd/form/e-return-training/eng। এই লিংকে প্রবেশ করে করদাতা নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ দিতে হবে। এরপর সাবমিট করতে হবে।

পরে এনবিআর থেকে ই-মেইলে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ বছর সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। দেশের প্রায় ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...