আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একদিনের মাথায় ওএসডি হলেন এনবিআর সদস্য বেলাল চৌধুরী

অর্থনৈতিক রিপোর্টার

একদিনের মাথায় ওএসডি হলেন এনবিআর সদস্য বেলাল চৌধুরী

কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপীল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার একদিনের মাথায় সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেলাল হোসাইন চৌধুরীকে। সেখান থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সদস্য হিসাবে রাজস্ব বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব মো. হুমায়ুন কবীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল বুধবার জারিকৃত এক প্রজ্ঞাপনে এনবিআর সদস্য বেলাল হোসাইন চৌধুরীকে ভ্যাট বাস্তবায়ন ও আইসিটি বিভাগ থেকে সরিয়ে আপীল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা দায়ের করে। গত ৭ অক্টোবর মামলা দায়েরের পরদিনই তাকে সদস্য থেকে সরিয়ে দিয়ে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে এ নিয়ে সমালোচনা তৈরি হলে সেখান থেকে সরিয়ে ওএসডি করা হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন